শামা রহমান

আমি হৃদয়ের কথা

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ।
সে তো     এল না, যারে সঁপিলাম এই প্রাণ মন দেহ॥
    সে কি    মোর তরে পথ চাহে,    সে কি    বিরহগীত গাহে
    যার    বাঁশরিধ্বনি শুনিয়ে আমি    ত্যজিলাম গেহ॥

রাগ : খাম্বাজ-কীর্তন

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1295

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

শামা রহমান - অন্যান্য নিবেদন