দোলনচাঁপা সিংহ

প্রথম শোক

বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা।
সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, 'আমাকে চিনতে পার না?'

দোলনচাঁপা সিংহ - অন্যান্য নিবেদন