পদ্মজা ঘোষ

পথে যেতে ডেকেছিলে

                   পথে যেতে ডেকেছিলে মোরে।
          পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
          এসেছে নিবিড় নিশি,    পথরেখা গেছে মিশি--
          সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ॥
ভয় হয়, পাছে ঘুরে ঘুরে    যত আমি যাই তত যাই চলে দূরে--
          মনে করি আছ কাছে,    তবু ভয় হয়, পাছে
          আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ॥

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২১ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২১ এপ্রিল, ১৯২৬

পদ্মজা ঘোষ - অন্যান্য নিবেদন