শুভশ্রী ঘোষ

আয় তবে সহচরী

আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান।
আন্‌ তবে বীণা--
সপ্তম সুরে বাঁধ্‌ তবে তান॥
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা,
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ।
আন্‌ তবে বীণা--
সপ্তম সুরে বাঁধ্‌ তবে তান॥
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা।
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি।
উলসিত তটিনী,
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ॥

রাগ : ছায়ানট

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1286

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1879

রচনাস্থান :

স্বরলিপিকার: 1879

শুভশ্রী ঘোষ - অন্যান্য নিবেদন