কামাল আহমেদ

সকরুণ বেণু বাজায়ে

সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,
     তাহারি রাগিণী লাগিল গায়ে॥
          সে সুর বাহিয়া ভেসে আসে কার   সুদূর বিরহবিধুর হিয়ার
              অজানা বেদনা, সাগরবেলার   অধীর বায়ে
                                           বনের ছায়ে॥
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
     শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
          ছবি মনে আনে আলোতে ও গীতে-- যেন জনহীন নদীপথটিতে
              কে চলেছে জলে কলস ভরিতে   অলস পায়ে
                                      বনের ছায়ে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ আশ্বিন, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ অক্টোবর, ১৯২৭

রচনাস্থান : জাভা থেকে পিনাং যাত্রার পথে জাহাজে

স্বরলিপিকার: ২ অক্টোবর, ১৯২৭

কামাল আহমেদ - অন্যান্য নিবেদন