বাঁধন ছেঁড়ার সাধন
বাঁধন ছেঁড়ার সাধন হবে,
ছেড়ে যাব তীর মাভৈ-রবে ॥
যাঁহার হাতের বিজয়মালা
রুদ্রদাহের বহ্নিজ্বালা
নমি নমি নমি সে ভৈরবে ॥
কালসমুদ্রে আলোর যাত্রী
শূন্যে যে ধায় দিবস-রাত্রি
ডাক এল তার তরঙ্গেরই,
বাজুক বক্ষে বজ্রভেরী
অকূল প্রাণের সে উৎসবে ॥
রাগ : ভৈরবী
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : ১ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১৪ এপ্রিল, ১৯২৬