আয় লো সজনী, সবে মিলে
আয় লো সজনি, সবে মিলে!
ঝর ঝর বারিধারা,
মৃদু মৃদু গুরু গুরু গর্জ্জন,
এ বরষা-দিনে,
হাতে হাতে ধরি ধরি
গাব মোরা লতিকাদোলায় দুলে!
ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন।
মাখাব বরণ ফুলে ফুলে।
পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা--
লতিকা বাঁধিব গাছে তুলে।
বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা
পল্লবশ্যাম-দুকূলে।
নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে
বিকচ বকুলতরু-মূলে!
রাগ : মল্লার
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882