হে মহাজীবন
হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ ॥
আঁধার প্রদীপে জ্বালাও শিখা,
পরাও পরাও জ্যোতির টিকা-- করো হে আমার লজ্জাহরণ ॥
পরশরতন তোমারি চরণ-- লইনু শরণ, লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো-- ঘুচাও ঘুচাও সব আবরণ ॥
রাগ : সাহানা
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1926
রচনাস্থান :
স্বরলিপিকার: 1926