শ্রাবণী সেন

মনে রয়ে গেল

     মনে রয়ে গেল মনের কথা--
     শুধু চোখের জল, প্রাণের ব্যথা ॥
মনে করি দুটি কথা ব'লে যাই,    কেন    মুখের পানে চেয়ে চলে যাই।
সে যদি চাহে মরি যে তাহে,    কেন মুদে আসে আঁখির পাতা ॥
ম্লানমুখে, সখী, সে যে চলে যায়-- ও তারে    ফিরায়ে ডেকে নিয়ে আয়
বুঝিল না সে যে কেঁদে গেল-- ধুলায় লুটাইল হৃদয়লতা।

রাগ : বেহাগ-কীর্তন

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

শ্রাবণী সেন - অন্যান্য নিবেদন