শ্রাবণী সেন

ফিরে যাও কেন

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও     বহিয়া বিফল বাসনা॥
চিরদিন আছ দূরে   অজানার মতো নিভৃত অচেনা পুরে,
                কাছে আস তবু আস না
                    বহিয়া বিফল বাসনা॥
                পারি না তোমায় বুঝিতে--
ভিতরে কারে কি পেয়েছ,           বাহিরে চাহ না খুঁজিতে।
                না-বলা তোমার বেদনা যত
                বিরহপ্রদীপে শিখার মতো,
                নয়নে তোমার উঠেছে জ্বলিয়া
                    নীরব কী সম্‌ভাষণা॥

রাগ : কাফি

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1939

শ্রাবণী সেন - অন্যান্য নিবেদন