শ্রাবণী সেন

ওই মালতীলতা দোলে

ওই   মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে   পুব-হাওয়াতে॥
          মোর    হৃদয়ে লাগে দোলা,   ফিরি আপনভোলা--
          মোর    ভাবনা কোথায় হারা   মেঘের মতন যায় চলে॥
জানি নে কোথায় জাগো   ওগো বন্ধু পরবাসী--
                   কোন্‌   নিভৃত বাতায়নে।
          সেথা    নিশীথের জল-ভরা কণ্ঠে
          কোন্‌   বিরহিণীর বাণী   তোমারে কী যায় ব'লে॥

রাগ : পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : কার্তিক, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1936

রচনাস্থান :

স্বরলিপিকার: 1936

শ্রাবণী সেন - অন্যান্য নিবেদন