শ্রীকান্ত আচার্য্য

কে বলে 'যাও

কে বলে 'যাও যাও'--  আমার      যাওয়া তো নয় যাওয়া।
     টুটবে আগল বারে বারে তোমার দ্বারে,
লাগবে আমায় ফিরে ফিরে    ফিরে-আসার হাওয়া ॥
     ভাসাও আমায় ভাঁটার টানে    অকূল-পানে,
আবার      জোয়ার-জলে তীরের তলে    ফিরে তরী বাওয়া ॥
              পথিক আমি, পথেই বাসা--
          আমার    যেমন যাওয়া তেমনি আসা।
              ভোরের আলোয় আমার তারা
                   হোক-না হারা,
আবার    জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া ॥

রাগ : বেহাগ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

শ্রীকান্ত আচার্য্য - অন্যান্য নিবেদন