শ্রীকান্ত আচার্য্য

তোমার এই মাধুরী

তোমার          এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার প্রাণে     নইলে সে কি কোথাও ধরবে?।
এই-যে           আলো সূর্য গ্রহে তারায়     ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়,
          পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥
তোমার    ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার      মনে লেগে তবে সে যে জাগল গো।
যে প্রেম    কাঁপায় বিশ্ববীণায় পুলকে   সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
          যে দিন আমার সকল হৃদয় হরবে ॥

রাগ : বেহাগ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ১ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914

রচনাস্থান : সুরুল

স্বরলিপিকার: 1914

শ্রীকান্ত আচার্য্য - অন্যান্য নিবেদন