শ্রীকান্ত আচার্য্য

নমো যন্ত্র, নমো--

নমো    যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র, নমো-- যন্ত্র!
তুমি    চক্রমুখরমন্দ্রিত,   তুমি   বজ্রবহ্নিবন্দিত,
তব     বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত ॥
তব     দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।
তব     লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র ॥
কভু    কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,
কভু    ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া।
তব     খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অন্ত্র।
তব     পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র ॥

রাগ : ইমন-ভূপালী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৩০ পৌষ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ জানুয়ারি, ১৯১২

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৪ জানুয়ারি, ১৯১২

শ্রীকান্ত আচার্য্য - অন্যান্য নিবেদন