চঞ্চল পাণ্ডে

এ মণিহার আমায় নাহি

                        এ মণিহার আমায় নাহি সাজে--
এরে    পরতে গেলে লাগে, এরে       ছিঁড়তে গেলে বাজে ॥
                        কণ্ঠ যে রোধ করে,   সুর তো নাহি সরে--
          ওই দিকে যে মন পড়ে রয়,   মন লাগে না কাজে ॥
                                  তাই তো বসে আছি,
          এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
                        ফুলমালার ডোরে   বরিয়া লও মোরে--
          তোমার কাছে দেখাই নে মুখ   মণিমালার লাজে ॥

রাগ : ইমনকল্যাণ

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৮ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান : Chyene Walk, লন্ডন

স্বরলিপিকার: ২৪ অগাস্ট, ১৯১৩

চঞ্চল পাণ্ডে - অন্যান্য নিবেদন