রীণা গঙ্গোপাধ্যায়

ওই আলো যে

ওই)      আলো যে    যায় রে দেখা--
    হৃদয়ের      পুব-গগনে    সোনার রেখা ॥
এবারে      ঘুচল কি ভয়,      এবারে    হবে কি জয়?
    আকাশে    হল কি ক্ষয় কালীর লেখা?।
কারে ওই       যায় গো দেখা,
    হৃদয়ের      সাগরতীরে      দাঁড়ায় একা।
ওরে তুই    সকল ভুলে    চেয়ে থাক্‌    নয়ন তুলে--
    নীরবে     চরণমূলে    মাথা ঠেকা ॥

রাগ : ভৈরবী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৬ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৩ অগাস্ট, ১৯১৪

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ২৩ অগাস্ট, ১৯১৪

রীণা গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন