শ্রেয়া গুহঠাকুরতা

দাঁড়াও, মাথা খাও,

দাঁড়াও, মাথা খাও,      যেও না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়--
কতদিন পরে আজি      পেয়েছি দেখা॥
আর তো চাহি নে কিছু,  কিছু না, কিছু না--
শুধু ওই মুখখানি        জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু     একবার ফিরে চাও॥

রাগ : দেশ-মল্লার

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

শ্রেয়া গুহঠাকুরতা - অন্যান্য নিবেদন