সাগর সেন

প্রতিদিন তব গাথা

প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর--
তুমি দেহো মোরে কথা, তুমি দেহো মোরে সুর--
তুমি যদি থাক মনে   বিকচ কমলাসনে,
তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপূর,
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥
তুমি শোন যদি গান আমার সমুখে থাকি,
সুধা যদি করে দান তোমার উদার আঁখি,
তুমি যদি দুখ'পরে   রাখ কর স্নেহভরে,
তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর,
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর ॥

রাগ : পিলু-বারোয়াঁ

তাল : সুরফাঁকতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1307

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1900

রচনাস্থান :

স্বরলিপিকার: 1900

সাগর সেন - অন্যান্য নিবেদন