সুখে থাকো
সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে॥
কত দুঃখ আছে, কত অশ্রুজল--
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে॥
রাগ : কীর্তন
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ২০ বৈশাখ, ১২৯৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : ২ মে, ১৮৮৯
রচনাস্থান : খিরকী, পুনে
স্বরলিপিকার: ২ মে, ১৮৮৯