সুচিত্রা মিত্র

আপনারে দিয়ে রচিলি

          আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,
          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-- আপনারে ফেল্‌ দূরে--
          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি--
          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥

রাগ : আশাবরী-ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১ বৈশাখ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৪ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৪ এপ্রিল, ১৯২৬

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন