ওকে বল্, সখী
ওকে বল্, সখী বল্-- কেন মিছে করে ছল,
মিছে হাসি কেন সখী, মিছে আঁখিজল॥
জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা,
কে জানে কোথায় সুধা কোথা হলাহল॥
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল--
মুখের বচন শুনে মিছে কী হইবে ফল।
প্রেম নিয়ে শুধু খেলা-- প্রাণ নিয়ে হেলাফেলা--
ফিরে যাই এই বেলা, চল্, সখী, চল্॥
রাগ : বেহাগ-কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1295
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888
রচনাস্থান :
স্বরলিপিকার: 1888