সুচিত্রা মিত্র

পূর্বগগনভাগে

      পূর্বগগনভাগে
     দীপ্ত হইল সুপ্রভাত
      তরুণারুণরাগে।
শুভ্র শুভ মুহূর্ত আজি সার্থক কর' রে,
      অমৃতে ভর' রে--
     অমিতপুণ্যভাগী কে
      জাগে কে জাগে ॥

রাগ : রামকেলী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ মাঘ, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৯ জানুয়ারি, ১৯২৭

রচনাস্থান :

স্বরলিপিকার: ১৯ জানুয়ারি, ১৯২৭

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন