ছি ছি, চোখের জলে
ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবার কঠিন হয়ে থাক্-না ওরে, বক্ষোদুয়ার আঁটি--
জোরে বক্ষোদুয়ার আঁটি ॥
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে--
ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
পথের কতই বাধা কাটি ॥
দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে--
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটি,
লাজে যায় না কি বুক ফাটি?।
দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে--
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি--
কেবল করিস ঘাঁটাঘাঁটি ॥
রাগ : বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1312
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905
রচনাস্থান :
স্বরলিপিকার: 1905