নাহয় তোমার যা
নাহয় তোমার যা হয়েছে তাই হল।
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল॥
কেউ যা কভু দেয় না ফাঁকি সেইটুকু তোর থাক্-না বাকি,
পথেই না হয় ঠাঁই হল॥
চল্ রে সোজা বীণার তারে ঘা দিয়ে,
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে।
হারিয়ে চলিস পিছনেরে, সামনে যা পাস কুড়িয়ে নে রে--
খেদ কী রে তোর যাই হল॥
রাগ : পিলু-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : ২৯ চৈত্র, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ) : ১১ এপ্রিল, ১৯১৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ১১ এপ্রিল, ১৯১৬