সুচিত্রা মিত্র

আজ তালের বনের

আজ   তালের বনের করতালি   কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে     ওঠার কালে॥
          না-দেখা কোন্‌ বীণা বাজে   আকাশ-মাঝে,
          না-শোনা কোন্‌ রাগ রাগিণী   শূন্যে ঢালে॥
ওর   খুশির সাথে কোন্‌ খুশির আজ   মেলামেশা,
কোন্‌   বিশ্বমাতন গানের নেশায়   লাগল নেশা।
          তারায় কাঁপে রিনিঝিনি   যে কিঙ্কিণী
          তারি কাঁপন লাগল কি ওর   মুগ্ধ ভালে॥

রাগ : দেশ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1922

রচনাস্থান :

স্বরলিপিকার: 1922

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন