সুচিত্রা মিত্র

তোমারে জানি নে হে

               তোমারে জানি নে হে,    তবু মন তোমাতে ধায়।
               তোমারে না জেনে বিশ্ব    তবু  তোমাতে বিরাম পায়।। 
               অসীম সৌন্দর্য তব    কে করেছে অনুভব হে,
                          সে মাধুরী চিরনব–
               আমি     না জেনে প্রাণ সঁপেছি তোমায়।। 
               তুমি জ্যোতির জ্যোতি,    আমি অন্ধ আঁধারে।
               তুমি মুক্ত মহীয়ান,    আমি মগ্ন পাথারে।
   তুমি অন্তহীন,  আমি ক্ষুদ্র দীন– কী অপূর্ব মিলন  তোমায় আমায়।।

রাগ : ভৈরবী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন