সুচিত্রা মিত্র

যে ছিল আমার স্বপনচারিণী

যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি—
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে।
শুভক্ষনে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো—
তোমারে সহজে পেরেছি বুঝিতে।
কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে—
এ নিরন্তর সংশয়ে আর পারি নে যুঝিতে।
তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥

রাগ : ভৈরবী-কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২২ অগ্রহায়ণ, ১৩৪৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৮ ডিসেম্বর, ১৯৩৮

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৮ ডিসেম্বর, ১৯৩৮

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন