সুচিত্রা মিত্র

তুমি হঠাৎ-হাওয়ায়

          তুমি    হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন--
          তাই         হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন ॥
গোপন পথে আপন-মনে          বাহির হও যে কোন্‌ লগনে,
              হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ ॥
নিত্য যেথায় আনাগোনা      হয় না সেথায় চেনাশোনা,
              উড়িয়ে ধুলো আসছে কতই জন।
কখন পথের বাহির থেকে    হঠাৎ-বাঁশি যায় যে ডেকে,
              পথহারাকে করে সচেতন ॥

রাগ : খাম্বাজ-বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1336

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929

রচনাস্থান :

স্বরলিপিকার: 1929

সুচিত্রা মিত্র - অন্যান্য নিবেদন