মম মন-উপবনে চলে
মম মন-উপবনে চলে অভিসারে আঁধার রাতে বিরহিণী।
রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি॥
দুরু দুরু করে হিয়া, মেঘ ওঠে গরজিয়া,
ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি॥
মম মন-উপবনে ঝরে বারিধারা, গগনে নাহি শশীতারা।
বিজুলির চমকনে মিলে আলো ক্ষণে ক্ষণে,
ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী॥
রাগ : সাহানা
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : কার্তিক, ১৩৪১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1934
রচনাস্থান :
স্বরলিপিকার: 1934