সুবিনয় রায়

হৃদয়নন্দনবনে

হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে।
এসো হে আনন্দময়, এসো চিরসুন্দর ॥
দেখাও তব প্রেমমুখ, পাসরি সর্ব দুখ,
বিরহকাতর তপ্ত চিত্ত-মাঝে বিহরো ॥
শুভদিন শুভরজনী আনো এ জীবনে,
ব্যর্থ এ নবজনম সফল করো প্রিয়তম।
মধুর চিরসঙ্গীতে ধ্বনিত করো অন্তর,
ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধানিঝর ॥

রাগ : মিশ্র পঞ্চম

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1300

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1894

রচনাস্থান :

স্বরলিপিকার: 1894

সুবিনয় রায় - অন্যান্য নিবেদন