সুবিনয় রায়

কোন্ সে ঝড়ের

               কোন্‌ সে ঝড়ের ভুল
                   ঝরিয়ে দিল ফুল,
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল,   হায় রে॥
                        নব প্রভাতের তারা
                   সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
     অমরাবতীর   সুরযুবতীর   এ ছিল কানের দুল, হায় রে॥
              এ যে মুকুটশোভার ধন।
হায় গো দরদী   কেহ থাক যদি   শিরে দাও পরশন।
                   এ কি স্রোতে যাবে ভেসে-- দূর দয়াহীন দেশে
                        কোন্‌খানে পাবে কূল,   হায় রে॥

রাগ : কীর্তন

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1345

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1938

রচনাস্থান :

স্বরলিপিকার: 1938

সুবিনয় রায় - অন্যান্য নিবেদন