কবীর সুমন

হেলাফেলা সারা বেলা

হেলাফেলা সারা বেলা   একি খেলা আপন-সনে।
এই বাতাসে ফুলের বাসে   মুখখানি কার পড়ে মনে॥
     আঁখির কাছে বেড়ায় ভাসি   কে জানে গো কাহার হাসি,
     দুটি ফোঁটা নয়নসলিল   রেখে যায় এই নয়নকোণে॥
কোন্‌ ছায়াতে কোন্‌ উদাসী   দূরে বাজায় অলস বাঁশি,
মনে হয় কার মনের বেদন   কেঁদে বেড়ায় বাঁশির গানে।
     সারা দিন গাঁথি গান   কারে চাহে, গাহে প্রাণ--
     তরুতলে ছায়ার মতন বসে আছি ফুলবনে॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

কবীর সুমন - অন্যান্য নিবেদন