সোম চট্টোপাধ্যায়

আমার সকল কাঁটা

আমার  সকল কাঁটা ধন্য করে ফুটবে   ফুল ফুটবে।
আমার  সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ॥
আমার  অনেক দিনের আকাশ-চাওয়া   আসবে ছুটে দখিন-হাওয়া,
                   হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে ॥
আমার  লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,
যখন    রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।
আমার  বন্ধু যখন রাত্রিশেষে   পরশ তারে করবে এসে,
                   ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে ॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৫ অগ্রহায়ণ, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১ ডিসেম্বর, ১৯১৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১ ডিসেম্বর, ১৯১৩

সোম চট্টোপাধ্যায় - অন্যান্য নিবেদন