স্বপন বসু

ও ভাই কানাই,

ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ।
তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মুক্‌খ॥
তুচ্ছ সা-রে-গা-মা'য়     আমায়    গলদ্‌ঘর্ম ঘামায়।
     বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম--
              এই বড়ো মোর দুঃখ কানাই রে,
                   এই বড়ো মোর দুঃখ॥
বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,
হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।
কণ্ঠখানার জোর আছে তাই    লুকিয়ে গাইতে ভরসা না পাই--
     স্বয়ং প্রিয়া বলেন, 'তোমার গলা বড়োই রুক্ষ'
          এই বড়ো মোর দুঃখ কানাই রে,
                   এই বড়ো মোর দুঃখ॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৭ ভাদ্র, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৪ অগাস্ট, ১৯৩৫

রচনাস্থান :

স্বরলিপিকার: ২৪ অগাস্ট, ১৯৩৫

স্বপন বসু - অন্যান্য নিবেদন