স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

একদা প্রাতে কুঞ্জতলে

              একদা প্রাতে কুঞ্জতলে    অন্ধ বালিকা
              পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।
              কণ্ঠে পরি অশ্রুজল    ভরিল নয়নে,
              বক্ষে লয়ে চুমিনু তার   স্নিগ্ধ বয়নে।।
              কহিনু তারে, ‘অন্ধকারে    দাঁড়ায়ে রমণী,
              কী ধন তুমি করিছ দান    না জানো আপনি।
              পুষ্পসম অন্ধ তুমি    অন্ধ বালিকা,
              দেখ নি নিজে মোহন কী যে    তোমার মালিকা।’

রাগ : ভৈরবী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ বৈশাখ, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৭ ফেব্রুয়ারি, ১৮৯৬

রচনাস্থান : কলিকাতা

স্বরলিপিকার: ৭ ফেব্রুয়ারি, ১৮৯৬

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন