স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

আহ্বান আসিল মহোৎসবে

     আহ্বান আসিল মহোৎসবে
     অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে   শ্যামলের অভিষেকে--
     অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
     নির্ঝরকল্লোল-কলকলে
     ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি   মিলালো বর্ষণবাণী
     কদম্বের পল্লবে পল্লবে॥

রাগ : মল্লার

তাল : খেমটা-ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ) : ১০ শ্রাবণ, ১৩৩৬

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ জুলাই, ১৯২৯

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৬ জুলাই, ১৯২৯

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন