স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

আমারেও করো মার্জনা

                আমারেও করো মার্জনা। 
         আমারেও দেহো, নাথ, অমৃতের কণা।।
         গৃহ ছেড়ে পথে এসে  বসে আছি ম্লানবেশে,
                আমারো হৃদয়ে করো আসন রচনা।। 
                জানি আমি, আমি তব মলিন সন্তান–
                আমারেও দিতে হবে পদতলে স্থান। 
         আপনি ডুবেছি পাপে, কাঁদিতেছি মনস্তাপে–
                শুন গো আমারো এই মরমবেদনা।।

রাগ : মিশ্র যোগিয়া

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন