স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

তুমি যে চেয়ে আছ

তুমি যে          চেয়ে আছ       আকাশ ভ'রে,
নিশিদিন          অনিমেষে        দেখছ মোরে ॥
আমি চোখ      এই আলোকে   মেলব যবে
তোমার ওই     চেয়ে-দেখা      সফল হবে,
এ আকাশ       দিন গুনিছে      তারি তরে ॥
ফাগুনের         কুসুম-ফোটা    হবে ফাঁকি
আমার এই      একটি কুঁড়ি     রইলে বাকি।
সে দিনে          ধন্য হবে         তারার মালা
তোমার এই     লোকে লোকে   প্রদীপ জ্বালা
আমার এই      আঁধারটুকু       ঘুচলে পরে ॥

রাগ : সাহানা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1914

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন