স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত

কেন পান্থ, এ চঞ্চলতা

          কেন    পান্থ, এ চঞ্চলতা।
          কোন্‌   শূন্য হতে এল কার বারতা ॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত   বিদায়বিষাদে উদাসমত--
ঘনকুন্তলভার ললাটে নত,   ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ॥
কেশরকীর্ণ কদম্ববনে   মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!   বরমাল্য গলে তব হয় নি ম্লান'
              আজও হয় নি ম্লান'--
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা ॥

রাগ : কাফি

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৪ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৬ ফেব্রুয়ারি, ১৯২৭

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ২৬ ফেব্রুয়ারি, ১৯২৭

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত - অন্যান্য নিবেদন