হেমন্ত মুখোপাধ্যায়

ওরা অকারণে চঞ্চল

              ওরা   অকারণে চঞ্চল।
     ডালে ডালে   দোলে বায়ুহিল্লোলে   নব পল্লবদল॥
ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো
              দিকে দিকে ওরা   কী খেলা খেলালো,
     মর্মরতানে   প্রাণে ওরা   আনে   কৈশোরকোলাহাল॥
ওরা   কান পেতে শোনে   গগনে গগনে
              নীরবের কানাকানি,
                   নীলিমার কোন্‌ বাণী।
ওরা   প্রাণঝরনার উচ্ছল ধার,   ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
          চির তাপসিনী ধরণীর ওরা   শ্যামশিখা হোমানল॥

রাগ : কীর্তন

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৩৭

রচনাকাল (খৃষ্টাব্দ) : মার্চ, ১৯৩১

রচনাস্থান :

স্বরলিপিকার: মার্চ, ১৯৩১

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন