হেমন্ত মুখোপাধ্যায়

আগ্রহ মোর অধীর অতি

         আগ্রহ মোর অধীর অতি--
                      কোথা সে রমণী বীর্যবতী।
                          কোষবিমুক্ত কৃপাণলতা--
                               দারুণ সে, সুন্দর সে
                                    উদ্যত বজ্রের রুদ্ররসে,
                   নহে সে ভোগীর লোচনলোভা,
                          ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥

রাগ : সোহিনী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ফেব্রুয়ারি, ১৯৩৬

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন