চরণ ধরিতে দিয়ো গো আমারে
চরণ ধরিতে দিয়ো গো আমারে—
নিয়ো না, নিয়ো না সরায়ে।
জীবন মরণ সুখ দুখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে।
স্খলিত শিথিল কামনার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর—
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,
ফেলো না আমারে জড়ায়ে।
বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে—
তোমার করিয়া নিয়ো গো আমারে
বরণের মালা পরায়ে।।
রাগ : ভৈরবী
তাল : অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ) : ৩ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1914
রচনাস্থান : রামগড়
স্বরলিপিকার: 1914