হেমন্ত মুখোপাধ্যায়

মনে কী দ্বিধা

মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি--
                                  কী কথা ছিল যে মনে॥
                তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে--
          আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
                                  তুমি আছ দূর ভুবনে॥
                   আকাশে উড়িছে বকপাঁতি,
                   বেদনা আমার তারি সাথি।
বারেক তোমায় শুধাবারে চাই   বিদায়কালে কী বল নাই,
     সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর গন্ধবেদনে॥

রাগ : ইমনকল্যাণ

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1344

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1937

রচনাস্থান :

স্বরলিপিকার: 1937

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন