হেমন্ত মুখোপাধ্যায়

কাঁদালে তুমি মোরে

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
     নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
          তোমার অভিসারে    যাব অগম-পারে
              চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
     দুখের মাধুরীতে করিল দিশাহারা
          সকলই নিবে-কেড়ে,    দিবে না তবু ছেড়ে--
              মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥

রাগ : দেশ-কেদারা

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1336

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1929

রচনাস্থান :

স্বরলিপিকার: 1929

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন