হেমন্ত মুখোপাধ্যায়

আমার মাথা নত করে

    আমার     মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
        সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
নিজেরে করিতে গৌরব দান          নিজেরে কেবলি করি অপমান,
      আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে।
      সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
      আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
      তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,          পরানে তোমার পরম কান্তি,
      আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
      সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥

রাগ : ইমনকল্যাণ

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1313

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1906

রচনাস্থান :

স্বরলিপিকার: 1906

হেমন্ত মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন