ক্ষমিতে পারিলাম না যে
ক্ষমিতে পারিলাম না যে
ক্ষমো হে মম দীনতা,
পাপীজনশরণ প্রভু।
মরিছে তাপে মরিছে লাজে
প্রেমের বলহীনতা--
ক্ষমো হে মম দীনতা,
পাপীজনশরণ প্রভু।
প্রিয়ারে নিতে পারি নি বুকে,
প্রেমেরে আমি হেনেছি,
পাপীরে দিতে শাস্তি শুধু
পাপেরে ডেকে এনেছি।
জানি গো তুমি ক্ষমিবে তারে
যে অভাগিনী পাপের ভারে
চরণে তব বিনতা।
ক্ষমিবে না, ক্ষমিবে না
আমার ক্ষমাহীনতা,
পাপীজনশরণ প্রভু॥
রাগ : দেশ
তাল : ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩৪৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1936
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: 1936