অর্ঘ্য সেন

পদপ্রান্তে রাখ সেবকে

          পাদপ্রান্তে রাখ' সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
সর্বলোকপরমশরণ,   সকলমোহকলুষহরণ,
দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,
          সতরূপ প্রেমরূপ হে,
          দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ॥
হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু,   তুমি অপার প্রেমসিন্ধু।
যাচে তৃষিত অমিয়বিন্দু,   করুণালয় ভক্তবন্ধু
          প্রেমনেত্রে চাহ' সেবকে,
          বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ॥
          পুণ্যজ্যোতিপূর্ণ গগন,   মধুর হেরি সকল ভুবন,
          সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।
          এস' এস' শূন্য জীবনে,
          মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ॥
দেহ' জ্ঞান, প্রেম দেহ',   শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।
ধন্য হোক হৃদয় দেহ,   পুণ্য হোক সকল গেহ।
          পাদপ্রান্তে রাখ' সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥

রাগ : ইমন-বিলাবল

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1302

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1896

রচনাস্থান :

স্বরলিপিকার: 1896

অর্ঘ্য সেন - অন্যান্য নিবেদন