অজয় চক্রবর্তী

বহে নিরন্তর

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥
বাজে অসীম নভোমাঝে অনাদি রব,
জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে।
বিস্মিত নিমেষহত   বিশ্ব চরণে বিনত,
লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥

রাগ : লচ্ছাসার বিলাবল

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1897

রচনাস্থান :

স্বরলিপিকার: 1897

অজয় চক্রবর্তী - অন্যান্য নিবেদন