ক্লান্ত যখন আম্রকলির
ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,
সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য॥
সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শূন্য--
বনসভাতলে সবার ঊর্ধ্বে তুমি, সব-অবসানে তোমার দানের পুণ্য॥
রাগ : কীর্তন
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1337
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931
রচনাস্থান :
স্বরলিপিকার: 1931