**অজানা**

চাঁদ, হাসো হাসো

চাঁদ হাসো, হাসো।
হারা হৃদয় দুটি ফিরে এসেছে।
কত দুখে কত দূরে, আঁধার সাগর ঘুরে,
সোনার তরণী দুটি তীরে এসেছে।
মিলন দেখিবে বলে, ফিরে বায়ু কুতূহলে,
চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে।
চাঁদ হাসো, হাসো।
হারা হৃদয় দুটি ফিরে এসেছে।

রাগ : বসন্ত-পঞ্চম

তাল : খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান : কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: 1888

**অজানা** - অন্যান্য নিবেদন